BIG SHOCK: প্রয়াত পর্দার 'শকুনি মামা'!

পর্দার সেই 'মহাভারত' আজও টিভিতে সম্প্রচারিত হলে যে চরিত্রগুলিকে দেখতে বসে পড়ে মানুষ, শকুনি মামা তাদের মধ্যে অন্যতম। এই চরিত্র সাফল্যের সঙ্গে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন গুফি।

author-image
Anusmita Bhattacharya
New Update
gufi

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: প্রয়াত হলেন অভিনেতা গুফি পেন্টাল। যদিও অধিকাংশ মানুষ এই অভিনেতাকে তাঁর আসল নামের থেকেও বেশি চেনে মহাভারতের 'শকুনি মামা' হিসেবে। সবথেকে বেশি পরিচিতি পেয়েছিলেন তিনি এই ভূমিকায় অভিনয় করে। পর্দার সেই শকুনি মামা আজ মুম্বইয়ের এক হাসপাতালে ৭৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। পরিবার জানিয়েছে যে সোমবার সকাল ৯টা নাগাদ মৃত্যু হয় তাঁর।

৮ দিন আগে মুম্বাইয়ের আন্ধেরির একটি হাসপাতালে ভর্তি হন গুফি। তাঁর হৃদরোগ ও কিডনির সমস্যা ছিল। আজ বিকেল ৪টে নাগাদ তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। আশির দশকের বহু চলচ্চিত্র এবং টিভি শোয়ে দেখা গেছে গুফিকে। তবে ১৯৮৮ সালে বি আর চোপড়ার সুপারহিট শো 'মহাভারত'- এ শকুনির চরিত্রে অভিনয় করার পর গুফি এই চরিত্রেই জনপ্রিয় হয়ে ওঠেন।