আম্বানি হাউসে গণেশ চতুর্থীর উদযাপন, দেখুন এক ঝলক

গণপতির উদযাপন শুধু ভারতেই নয়, প্রবাসীদের হৃদয়েও এটি অনুরণিত হয়। এই উৎসবটিতে আচার-অনুষ্ঠান, শোভাযাত্রার মাধ্যমে গণেশের মূর্তি স্থাপন করা হয়।

author-image
Adrita
New Update
a

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ প্রতি বছরই নীতা এবং মুকেশ আম্বানির (Ambani House) বাড়িতে বেশ ধুমধাম করে পালন (Celebration) করা হয় গণেশ চতুর্থীর (Ganesh Chaturthi) পুজো। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। এবারের গণেশ চতুর্থী নীতা আম্বানি তার দুই পুত্রবধূ শ্লোকা মেহতা এবং রাধিকা মার্চেন্ট-এর সাথে উপভোগ করেছেন। 

 নীতা আম্বানির পরনে ছিল কমলা চওড়া পারের সবুজ সিল্কের শাড়ি। এই বেশে তার সৌন্দর্য ফুটে উঠছিল। পুত্রবধূ শ্লোকা মেহতার পরনে ছিল ফুলের নক্শা করা সবুজ শাড়ি। তার এই মিষ্টি রূপ অতিথিদের মুগ্ধ করেছে। আর রাধিকা মার্চেন্ট তার চকচকে সিকুইন দিয়ে সজ্জিত গোলাপি শাড়িতে উপস্থিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করছিল। তাই বলাই বাহুল্য যে, আম্বানি পরিবার শুধুমাত্র ধন-দৌলত'ই না, ফ্যাশনের দিক থেকেও বেশ সম্ভ্রান্ত।