নিজস্ব সংবাদদাতা: টালিগঞ্জ স্টুডিওপাড়ায় ফের অসন্তোষের মেঘ। প্রতিশ্রুতি পূরণ না হওয়ার অভিযোগ। এই অভিযোগ ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের। সমস্যা সমাধান করতে কমিটি গড়েছিলেন মুখ্যমন্ত্রী। কমিটিতে প্রসেনজিৎ, দেব, গৌতম ঘোষ ও দুই মন্ত্রী ছিলেন। এখনও নাকি সেই সমস্যার কোনো সমাধান হয়নি।
ফেডারেশনের বিরুদ্ধে কাজে বাধা দেওয়ার অভিযোগ পরমব্রত চট্টোপাধ্যায়ের। অভিযোগ, ফেডারেশনের অন্তর্ভুক্ত না হলে কাজ করতে দেওয়া হয় না। বাইরের কাউকে দিয়ে কাজ করাতে বাধা দিচ্ছে ফেডারেশন।