নিজস্ব সংবাদদাতা: সদ্য উইন্ডোজ প্রোডাকশনের (Windows Production) ছবি ফাটাফাটি (Fatafati) মুক্তি পেয়েছে। ছবির স্ক্রিনিং-এ (Movie Screening) ছিলেন না তিনি। খোঁজ নিয়েই জানা গেলো যে অসুস্থ পরিচালক (Movie Director) নন্দিতা রায় (Nandita Roy)। গায়ে জ্বর রয়েছে। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ তিনি। বাড়িতে নয়, শহরের এক বেসরকারি হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়েছে তাঁকে। শিবপ্রসাদ চট্টোপাধ্যায় ও নন্দিতা রায় জুটি বাংলায় একের পর এক ভাল সিনেমা উপহার দিচ্ছে। তাই অসুস্থতার খবর সামনে আসামাত্রই উদ্বিগ্ন দর্শক।