অভিনেত্রীর বিকৃত ভিডিও! এবার আসরে তৃণমূল সাংসদ

প্রযুক্তির সদ্ব্যবহার! অভিনেত্রীর ডিপফেক ভিডিও নিয়ে কেন্দ্রের তুলোধনা তৃণমূল সাংসদের।

author-image
Pallabi Sanyal
New Update
aa

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : রাশমিকা মান্দানার বিকৃত ভিডিও সোশ্যাস মিডিয়ায় ভাইরাল। এবার এ বিষয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে চিঠি দিলেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে। কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এক্স হ্যান্ডেলে তৃণমূল সাংসদ লিখেছেন, ''অভিনেত্রীকে টার্গেট করে মর্মান্তিক যে ডিপফেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে  তা অত্যন্ত উদ্বেগজনক।সবচেয়ে খারাপ বিষয় হল ভারত সরকার বা আইটি মন্ত্রকের কাছ থেকে প্রতিক্রিয়া না মেলা।'' এরপরই কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখরকে একহাত নিয়েছেন সাকেত। মন্ত্রীকে নিশানা করেন সাংসদ লিখেছেন,  ''যারা সাধারণত X-এ ভুয়ো ও সাম্প্রদায়িক খবর ছড়ানোর ব্যাপারে খুব সক্রিয়  তারা এই বিষয়ে সম্পূর্ণ নীরব।ডিপফেক ভিডিওগুলি মহিলাদের টার্গেট করতে ব্যবহার করা যেতে পারে (যেমন মিসেস মান্দান্নার সাথে ঘটেছিল), সিসিটিভি ভিডিওগুলিকে কারসাজি করে অপরাধে জড়ানোর জন্য, সাম্প্রদায়িক অশান্তি তৈরি করতে, সেইসাথে জাল ভিডিওগুলির মাধ্যমে নির্বাচন পরিচালনা করতে ব্যবহার করা যেতে পারে৷ আমি রাজীব জিকে তার চাকরি ও দায়িত্বের কথা মনে করিয়ে দিয়েছি এবং জিজ্ঞাসা করেছি, ভারত সরকার কি ভাইরাল হওয়ার আগে ডিপফেক ভিডিওগুলির বিস্তার বন্ধ করার জন্য কোনও সক্রিয় পদক্ষেপ নিয়েছে? এই বিপদের মোকাবিলা করার জন্য ভারত সরকার কোন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করেছে কিনা?'' নির্বাচনী প্রেক্ষাপটে রাজীব চন্দ্রশেখর ও অশ্বিনী বৈষ্ণবের নির্বাচনী প্রচার থেকে বিরতি নেওয়া উচিত বলে দাবি করেছেন সাকেত গোখলে।