আগেরবার কাঁসর বাজিয়েছেন রঞ্জিত মল্লিক, তাল মিলিয়েছে নাতি! এবার কোন রূপে দেখা দেবেন কোয়েল?

কলকাতার অন্যতম বনেদি ও সেলিব্রিটি বাড়ির পুজো এটি।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
Untitled design (19)

নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী দুর্গাপুজো বলতে ভবানীপুরের মল্লিক বাড়ির দুর্গাপুজোকে কেউ এড়িয়ে যেতে পারে না। এই বছর ভবানীপুরের মল্লিক বাড়ির দুর্গাপুজো পা দেবে ১০১ বছরে। বলা বাহুল্য, ভবানীপুরের এই পরিবারের পুজো বলতে দুজনের কথাই সবার আগে মাথায় আসে- রঞ্জিত মল্লিক এবং কোয়েল মল্লিক। এই পুজোয় যতজন প্রতিমা দর্শন করতে আসেন, তার থেকেও বেশি সংখ্যক বা সেই সমসংখ্যক মানুষ যে এই দুজনকে দেখতে আসেন সেটা আর আলাদা করে বলতে হয় না। পরিবারের মানুষ অন্য সময়ে যেখানে খুশি থাকলেও পুজোর দিনগুলোয় মল্লিক বাড়িতেই একজোট হয়। ফিরে আসে সেই সেই বনেদি বাড়ির স্বাদ।

koelpujo

গত বছরের মহাসপ্তমীর সকালে হলুদ শাড়ি পরেছিলেন নায়িকা। ছেলে কবীর এবং স্বামী নিসপাল সিংহ রানেও ছিলেন সেখানে। কাঁসর বাজাচ্ছিলেন রঞ্জিত মল্লিক। নায়িকা ছেলেকে নিয়ে পোস্ট করে জানিয়েছেন সপ্তমীর শুভেচ্ছা। নাতিকে নিয়েও রঞ্জিত মল্লিক বাজালেন কাঁসর। ভাইরাল হয় সেই ভিডিও।