Zareen Khan: কালীপুজোর উৎসবে না আসায় অভিনেত্রী জারিন খানের বিরুদ্ধে মামলা খারিজ কলকাতা হাইকোর্টে

২০১৮ সালে নভেম্বরে আটটি পূজা প্যান্ডেলে উপস্থিত থাকার কথা ছিল অভিনেত্রীর। তাঁর বিরুদ্ধে চিটিংবাজির অভিযোগ ছিল। ইতিমধ্যে দেওয়ানি মামলায় ওই অভিনেত্রীর বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছিল।

author-image
Jaita Chowdhury
New Update
WhatsApp Image 2025-01-23 at 17.59.53

নিজস্ব সংবাদদাতা: নেতাজি সম্পর্কিত সব গোপন নথিপ্রকাশ এবং তাঁকে জাতির সন্তান হিসেবে ঘোষণার দাবিতে আবেদন ওড়িশা হাইকোর্টে।২৩ জানুয়ারিকে জাতীয় দিবস এবং কটকে নেতাজির জন্মস্থানকে জাতীয় মিউজিয়ামের মর্যাদা দেওয়ার দাবি আবেদনকারী পিনাকপানি মহান্তির। একইসঙ্গে ১৯৪৭ সালের 'ট্রান্সফার অফ পাওয়ার এগ্রিমেন্ট' এবং মুখার্জি কমিশনের ইনকয়ারি রিপোর্ট প্রকাশেরও দাবি মামলায়।

উল্লেখ্য, ১৯৪৫ সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্যের তদন্তে ১৯৯৯ সালে বিচারপতি মনোজ কুমার মুখোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত হয়েছিল তদন্ত কমিশন।একই আবেদন পূর্বে প্রধানমন্ত্রীর কাছে লিখিতভাবে করা হয়েছিল। তিনি এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ করার জন্য চিঠিটি পাঠিয়ে দেন স্বরাষ্ট্র মন্ত্রকে। কিন্তু ওই মন্ত্রক এখনও পর্যন্ত এই বিষয়ে কোন পদক্ষেপ করেনি। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি অরিন্দম সিনহা ও বিচারপতি মৃগাঙ্ক শেখর সাহুর ডিভিশন বেঞ্চে অভিযোগ মামলাকারীর।এই দাবি সম্পর্কে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বক্তব্য তলব আদালতের। ১৩ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি।