সারা দিনের কাজের পর মন ভাল নেই? কোনও কিছুই আর করতে ইচ্ছে করছে না ? তাহলে শুনতে পারেন এই গানগুলি। নতুন প্রজন্ম হোক বা পুরোনো, বলিউডের এই গানগুলি আপনাকে আনন্দ দেবে সর্বদাই।
সারা দিনের কাজের পর মন ভাল নেই? কোনও কিছুই আর করতে ইচ্ছে করছে না ? তাহলে শুনতে পারেন এই গানগুলি। নতুন প্রজন্ম হোক বা পুরোনো, বলিউডের এই গানগুলি আপনাকে আনন্দ দেবে সর্বদাই।
১৯৯৮ সালে মুক্তি পেলেও 'দিল সে' ছবির গান 'ছাইয়া ছাইয়া' মানুষের মধ্যে আজও ভীষণ জনপ্রিয়।
'এ জবানী হে দিওয়ানি' ছবির গান 'কাবীরা'। বয়স আপনার যাই হোক না কেন, আপনার মন ভাল করে দিতে পারে এই গান।
'দিল আপনা অর প্রীত পারাই' ছবির গান 'আজিব দাস্তা হে ইয়ে'। লতা মঙ্গেশকরের গাওয়া এই গান অনেক পুরোনো দিনের হলেও বর্তমানে মানুষের মধ্যে এই গানের জনপ্রিয়তা এতটুকু ক্ষুন্ন হয়নি।
'উয়ো কন থি' ছবির গান 'লাগ যা গালে'। মন খারাপ থাকলে, লতা মঙ্গেশকরের গাওয়া এই গান শুনে দেখতে পারেন।
'জানে তু ইয়া জানে না' ছবির গান 'কভি কভি অদিতি'। অনেকেই মন ভাল করে দেওয়ার জন্য এই গানটি শুনে থাকেন।
{{ primary_category.name }}