নিজস্ব সংবাদদাতাঃ 'বিগ বস' এক বহু পরিচিত এবং জনপ্রিয় এক রিয়্যালিটি শো। এবার বিগ বস সিজন ১৭ -এ আসছে নতুন এক চমক। সূত্র মারফত জানা গিয়েছে যে, সেলিব্রিটি অতিথি শিল্পী হিসেবে শো-তে উপস্থিত হবেন দুই মহা তারকা। একজন বলিউডের সুন্দরী নায়িকা রবিনা টেন্ডন এবং অন্যজন বিগ বস খ্যাত আবদু রোজিক।
জানা গিয়েছে যে, অতিথিরা যখন শোতে হোস্ট এবং সুপারস্টার সালমান খানের সাথে যোগ দেবেন, তারা প্রতিযোগীদের সাথেও কথা বলবেন। আরও জানা গিয়েছে যে, এই সপ্তাহের পর থেকে, সালমান খানের হোস্ট করা পর্বটি শুক্র ও শনিবার নয়, শনিবার ও রবিবার প্রচারিত হবে।