বিগ বস সিজন ১৭ -এ আসছে নতুন চমক, দেখতে ভুলবেন না

সম্প্রতি বিগ বস শোতে নতুন ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে আয়েশা খানকে দেখা গেছে।

author-image
Adrita
New Update
দফ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ 'বিগ বস' এক বহু পরিচিত এবং জনপ্রিয় এক রিয়্যালিটি শো। এবার বিগ বস সিজন ১৭ -এ আসছে নতুন এক চমক। সূত্র মারফত জানা গিয়েছে যে, সেলিব্রিটি অতিথি শিল্পী হিসেবে শো-তে উপস্থিত হবেন দুই মহা তারকা। একজন বলিউডের সুন্দরী নায়িকা রবিনা টেন্ডন এবং অন্যজন বিগ বস খ্যাত আবদু রোজিক।

hiren

জানা গিয়েছে যে, অতিথিরা যখন শোতে হোস্ট এবং সুপারস্টার সালমান খানের সাথে যোগ দেবেন, তারা প্রতিযোগীদের সাথেও কথা বলবেন। আরও জানা গিয়েছে যে, এই সপ্তাহের পর থেকে, সালমান খানের হোস্ট করা পর্বটি শুক্র ও শনিবার নয়, শনিবার ও রবিবার প্রচারিত হবে।

hiring.jpg