''ফাইট কোনি ফাইট'', মঞ্চে লড়াই ১৬ জুন!

কোনির কথা বললে আজও কানে বাজে সেই মূলমন্ত্র, ''ফাইট কোনি ফাইট'।' কোনির চ্যাম্পিয়ন হয়ে ওঠার জন্য যে অদম্য লড়াই বিগ স্ক্রিনে ধরা পড়েছিল তা এবার দেখা যাবে একেবারে চোখের সামনে, মঞ্চে।

author-image
Pallabi Sanyal
New Update
কোনি

মঞ্চে এবার কোনি-খিদদা

নিজস্ব সংবাদদাতা : কালজয়ী বাংলা সিনেমার কোনিকে মনে পড়ে? অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া এক বাড়ির কন্যা কোনিকে সাঁতারু হিসেবে সেরার সেরা দেখতে চেয়েছিলেন কোচ ক্ষিদদা। কোনির কথা বললে আজও কানে বাজে সেই মূলমন্ত্র, ''ফাইট কোনি ফাইট'।'  কোনির চ্যাম্পিয়ন হয়ে ওঠার জন্য যে অদম্য লড়াই  বিগ স্ক্রিনে ধরা পড়েছিল তা এবার দেখা যাবে একেবারে চোখের সামনে, মঞ্চে। সৌজন্যে "পানিহাটি অভিযাত্রী"। আগামী ১৬ জুন অ্যাকাডেমির মঞ্চে  নাটকের আকারে ফুটে উঠতে  চলেছে সেই কালজয়ী কোনি ও ক্ষিদদার লড়াইয়ের মুহূর্তগুলি। ৪৮ তম বর্ষে মোতি নন্দীর উপন্যাস অবলম্বনে উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নতুন নাটকটিকে, শান্তনু নাথের নির্দেশনা ও সম্পাদনায় মঞ্চস্থ করার উদ্যোগ নিয়েছে  "পানিহাটি অভিযাত্রী"। পর্দার সৌমিত্র-শ্রীপর্ণার লড়াকু জুটি হিসেবে নাটকে অভিনয় করতে দেখা যাবে দেবদূত ঘোষ ও প্রিয়া সাহা রায়কে। সেই সুসংবাদ জানিয়ে ফেসবুক পোস্টে নিজের অনুভূতির প্রকাশ ঘটালেন আরেক অভিনেতা রুদ্রনীল ঘোষ।