নিজস্ব সংবাদদাতাঃ উরফি জাভেদ বর্তমানের পরিচিত নাম। সোশ্যাল মিডিয়ার সবচেয়ে জনপ্রিয়দের মদধ্যে এক অন্যতম হল উরফি জাভেদ। উদ্ভট পোশাকের জন্য সকলের চোখে পরে সে। অনেক সময় ট্রোলের মুখেও পড়েন। সর্টোরিয়াল চয়েসের কারণে বার বার শিরোনামে থাকেন এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। প্রতিবার যখন তিনি প্রকাশ্যে উপস্থিত হন, তাঁর পোশাক সবার দৃষ্টি আকর্ষণ করে। এবার নতুন কারণে চর্চায় উরফি।
তবে এবার কি পুলিশের হাতে গ্রেফতার উরফি জাভেদ? বিতর্কিত মডেল তথা রিয়্যালিটি শো খ্যাত উরফির একটি ভিডিয়ো সদ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শুক্রবার সকালে প্রকাশ্যে আসা ভিডিয়োতে দেখা যাচ্ছে, আন্ধেরি লোখান্ডওয়ালা স্টারবাকস থেকে বেরোচ্ছেন উরফি। তখনই তাঁর সঙ্গে কথা বলতে আসেন দু’জন মহিলা পুলিশ আধিকারিক।
ভিডিয়োয় দেখা গিয়েছে, উরফির সঙ্গে কথা বলছেন দুই মহিলা পুলিশ আধিকারিক। এক জন উরফিকে জিজ্ঞাসা করেন, ‘এত ছোট পোশাক পরে রাস্তায় কে ঘোরে?’ উরফি পালটা বলেছেন, আমি কেমন পোশাক পরব আমার ইচ্ছে। উরফিকে তাঁদের সঙ্গে থানায় যেতে বলতেও দেখা যায় এক পুলিশ আধিকারিককে। খানিক ক্ষণ বাগবিতণ্ডা চলার পর পুলিশের গাড়িতে তোলা হয় উরফিকে। এখান থেকে উরফিকে গ্রেফতারির জল্পনার সূত্রপাত। আদৌ সত্যি কি গ্রেফতার হয়েছেন উরফি? সে বিষয় এখনও কিছু জানা যায়নি।
পুলিশের গাড়ির কাছে এক জন পুরুষ পুলিশ আধিকারিক থাকলেও তাঁকে উরফির কাছে যেতে দেখা যায়নি। এক পাপারাৎজ্জির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়োটি ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় উরফির এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নানা প্রশ্ন উঠেছে নেটিজেনের মনে। উরফির গ্রেফতারির এই ভিডিয়ো দেখে ক্ষোভ প্রকাশ করেছে নেটিজেনের একাংশ। কেউ কেউ অবশ্য উরফির ভিডিয়োকে মশকরা বলে উল্লেখ করেছেন। নেটিজেনরা ভিডিয়োটির সত্যতা নিয়ে বিভ্রান্ত। কারও মন্তব্য়, ‘মনে হচ্ছে প্র্যাঙ্ক ভিডিয়ো’। কেউ লিখেছেন, ‘হ্যাঁ আমারও প্র্যাঙ্ক বলেই মনে হচ্ছে’।
যদিও এই ভিডিয়ো প্রসঙ্গে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে মুম্বই পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। মুম্বই পুলিশ উরফির গ্রেফতারির বিষয়টি অস্বীকার করেছেন। জানানো হয়েছে, তাঁদের তরফে এমন কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এরপর অনেকেই মনে করছেন, উরফির নতুন কোনও কাজের প্রোমোশান ভিডিয়ো এটি।