নিজস্ব সংবাদদাতা: আর জি কর-কাণ্ডের মধ্যেই আলোচনায় টলিউডের এই পরিচালক। অরিন্দম শীলের বিরুদ্ধে আগেই উঠেছে গুরুতর অভিযোগ। এক অভিনেত্রীকে শারীরিকভাবে হেনস্থা করার অভিযোগে এবার পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে দায়ের করা হল এফআইআর। সম্প্রতি তার বিরুদ্ধে মহিলা কমিশনে অভিযোগ করেন ওই অভিনেত্রী। আর এবার সরাসরি এফআইআর দায়ের হয়ে গেল থানায়। ফলে পরিচালক আরও বিপাকে পড়লেন।
তবে অভিযোগ নাকচ করেছেন এই অভিনেতা ও পরিচালক। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় দায়ের করা হয়েছে এই এফআইআর। ওই এলাকার একটি রিসর্টে শুটিং হচ্ছিল বলে জানা গিয়েছে। সেখানেই ওই অভিনেত্রীকে যৌন হেনস্থা করেছেন এই পরিচালক এমনটাই উঠছে অভিযোগ। তাই নিকটবর্তী থানায় এফআইআর দায়ের হয়েছে। সম্প্রতি মহিলা কমিশনে অভিযোগ জানানোর পর টলিউডের ডিরেক্টরস গিল্ডের তরফে অরিন্দম শীলকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। জানা গেছে যে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জারি থাকবে সেই সাসপেনশন।
পরিচালক সোজা বলে দিলেন যে আইন আইনের পথে চলবে। একটা দৃশ্য অভিনয় করে দেখানোর সময় শিল্পী অস্বস্তি অনুভব করলে তখন বলেননি কেন এটাই তার প্রশ্ন। তবে সেই অস্বস্তির জন্য অরিন্দম শীল দুঃখিত। অরিন্দম শীলের দাবি, কোলে তথা হাঁটুতে বসিয়ে দৃশ্য দেখানোর সময়ে পরিচালকের মুখটা নায়িকার গালে ছুঁয়ে যায়। সেটাই নাকি বাকিরা বলছে চুমু। অরিন্দম শীলের পাল্টা এও বলছেন যে ওই ঘটনার সময় অভিনেত্রী কোনও অস্বস্তির কথা মুখ ফুটে প্রকাশ করেননি এমনকী শুটিং-এর পর তাঁর পাশেও এসে বসেন সেই অভিনেত্রী নিজেই।