টেলিভিশনের 'সন্ধ্যা' অন্বেষা হাজরার ৪০০ বছর পুরনো বাড়ি, ২০০ বছরের পুজো

অভিনেত্রী অন্বেষা হাজরাদের বাড়িতেও বনেদি পুজো হয়। দর্শকদের পছন্দের বাংলা সিরিয়ালের মধ্যে অন্যতম একটি হল স্টার জলসার ‘সন্ধ্যাতারা’। সিরিয়ালে সন্ধ্যা চরিত্রে দুর্দান্ত অভিনয় করে সকলের মন জিতে নিয়েছেন তিনি।

author-image
Anusmita Bhattacharya
New Update
anweshapuja

নিজস্ব সংবাদদাতা: অভিনেত্রী অন্বেষা হাজরার বাড়ি মেমারিতে। পুজোর দিনগুলো সেখানেই কাটান তিনি। মেমারির ধানখেউরে অন্বেষাদের গ্রামের বাড়ি একসময়ে জমিদারবাড়ি ছিল। প্রায় ৪০০ বছরের পুরনো বাড়িতে দুর্গাপুজো হয় যা নিজেও ২০০ বছরেরও পুরনো। অন্বেষা দাবি করেন যে স্বপ্নাদেশ পেয়েই নাকি শুরু হয় এই পুজো। তাঁর দাদুর বড় পিসি ৫ বছর বয়সে পুজোর জন্য স্বপ্নাদেশে পান। সেই থেকেই পুজো চলছে। এই দুর্গাপুজো বৈষ্ণব মতে হয়।

rectify impact.jpg