নিজস্ব সংবাদদাতা: ভয়ঙ্কর কাণ্ড ঘটলো। গুলি (Shootout) করে হত্যা করা হলো আমেরিকার জনপ্রিয় অভিনেত্রী (American Actress) তথা রূপান্তরকামী মানবাধিকার কর্মী (Human Rights Worker) কোকো ডা ডলকে (Koko Da Doll)। কৃষ্ণাঙ্গ রূপান্তরকামী মহিলাদের লড়াই নিয়ে বরাবর সরব ছিলেন তিনি। এমনকি এই নায়িকাকে নিয়ে তৈরি হয়েছে একটি তথ্যচিত্র যার নাম 'কোকোমো সিটি' (Kokomo City)। জানা গিয়েছে, আটলান্টায় (Atlanta) একটি শপিং মলের (Shopping Mall) ধারে এক রাস্তায় তার দেহ পড়ে থাকতে দেখে সাধারণ মানুষ। তারপরেই খবর ছড়িয়ে যায়। তদন্ত শুরু করা হয়েছে।