72 Hoorain: আইনি বিতর্কে আরও এক সিনেমা

'৭২ হুরেন' সিনেমা নিয়ে এবার আইনি জটিলতা তৈরি হয়েছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
ভনভব

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ সঞ্জয় পুরান সিং চৌহান পরিচালিত '৭২ হুরেন' এখন প্রতিবাদের পর আইনি বিতর্কে জড়িয়ে পড়েছে। সৈয়দ আরিফালি মেহমুদালি নামে এক ব্যক্তি '৭২ হুরেন'-এর পরিচালক ও প্রযোজকের বিরুদ্ধে ধর্ম অবমাননা, বৈষম্যমূলক আচরণ এবং জনসাধারণের মধ্যে মুসলিম সম্প্রদায়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে মুম্বইয়ের গোরেগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।