নিজস্ব সংবাদদাতাঃ সঞ্জয় পুরান সিং চৌহান পরিচালিত '৭২ হুরেন' এখন প্রতিবাদের পর আইনি বিতর্কে জড়িয়ে পড়েছে। সৈয়দ আরিফালি মেহমুদালি নামে এক ব্যক্তি '৭২ হুরেন'-এর পরিচালক ও প্রযোজকের বিরুদ্ধে ধর্ম অবমাননা, বৈষম্যমূলক আচরণ এবং জনসাধারণের মধ্যে মুসলিম সম্প্রদায়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে মুম্বইয়ের গোরেগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।