একসাথে ৫টি পুরস্কার জিতে ৯৭তম অস্কার অ্যাওয়ার্ডস্‌-এ সেরা ছবির খেতাব পেল ‘আনোরা’

অস্কারের সবচেয়ে সফল চলচ্চিত্র হিসেবে স্বীকৃতি পেয়েছে ‘আনোরা’।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
oyItTHej-1920

File Picture

নিজস্ব সংবাদদাতা: শন বেকারের পরিচালিত ‘আনোরা’ ৯৭তম অ্যাকাডেমি পুরস্কারে এক স্মরণীয় রাত উপহার দিয়েছে দর্শকদের। ছয়টি মনোনয়নের মধ্যে পাঁচটি জিতে, এটি অস্কারের সবচেয়ে সফল চলচ্চিত্র হিসেবে স্বীকৃতি পেয়েছে।

এই রোমান্টিক কমেডি ছবি সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী, সেরা চলচ্চিত্র সম্পাদনা ও সেরা মৌলিক চিত্রনাট্য—এই পাঁচটি গুরুত্বপূর্ণ বিভাগে পুরস্কার জিতেছে। যদিও এটি সেরা পার্শ্ব অভিনেতা ক্যাটাগরিতে মনোনীত হয়েছিল, সেখানে জয়লাভ করতে পারেনি।

পরিচালক শন বেকার এই সিনেমার জন্য একসঙ্গে সেরা পরিচালক, সেরা মৌলিক চিত্রনাট্য ও সেরা চলচ্চিত্র সম্পাদনা—এই তিনটি ক্যাটাগরিতে অস্কার জিতেছেন।

publive-image

অন্যদিকে, অভিনেত্রী মাইকি ম্যাডিসন তার অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন। অ্যালেক্স কোকো, সামান্থা কোয়ান ও শন বেকার মিলে সেরা ছবির পুরস্কার গ্রহণ করেন।

‘আনোরা’ শুধু অস্কারেই বাজিমাত করেনি, গত বছর কান চলচ্চিত্র উৎসবে পাম ডি’অর জয়ের গৌরবও অর্জন করেছিল।