নিজস্ব সংবাদদাতা: ২০২২-এর জুলাই-এর মধ্যে পাঠ্যক্রম শেষ করে সিনিয়র রেসিডেন্ট ডাক্তার হিসেবে কর্মরতদের জন্য স্বস্তির বার্তা সুপ্রিম কোর্টের। তাঁদের ডিগ্রি আইনসম্মত ও কার্যকর বলে আগের নির্দেশ সংশোধন করে জানাল সুপ্রিম কোর্ট।
২০১৯-২০ শিক্ষাবর্ষে পিজি বা স্নাতকোত্তর পাঠ্যক্রমে আবেদনকারীদের ভর্তির আবেদন পূর্বনির্দেশে ২০২২ সালের ১৭ অক্টোবর নাকচ হয়। কারণ ভর্তি হওয়ার কাট-অফ ডেট বা শেষ তারিখ ছিল ২০১৯ সালের ৩১ মে। সেই রায় পুনর্বিবেচনার আবেদন আবেদনকারী চিকিৎসকদের।
আদালত রায় দেওয়ার আগেই ২০২২ সালের জুলাইয়ে আবেদনকারীদের ডিগ্রি বরাদ্দ করা হয়েছিল। এই বিষয়টি পর্যবেক্ষণ করে আবেদনকারীদের ডিগ্রিকে মান্যতা প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কেভি বিশ্বনাথনের।
তবে এক আবেদনকারীর(উত্তরবঙ্গ মেডিকেল কলেজ দার্জিলিং এর ডঃ প্রিয়ম্বদা শর্মা) ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছে। কারণ পূর্বনির্দেশ জারি হবার সময়ও তাঁর পাঠক্রম শেষ হয়নি। তবে তাঁকেও পাঠক্রম শেষ করার সুযোগ দিয়েছে আদালত।
তবে এরই পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজকে যুগ্মভাবে পাঁচ লক্ষ টাকা জরিমানা। কারণ তাদের জন্যই এই মামলার সূত্রপাত বলে অভিমত আদালতের। জরিমানার অর্থ পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে চার সপ্তাহের মধ্যে জমা দেওয়ার নির্দেশ।