স্কুলের পাঠ্যক্রমে রোবোটিকস, আর্টিফিশায়ল ইন্টেলিজেন্স, থ্রিডি প্রিন্টিং এবং ড্রোন প্রযুক্তি অন্তর্ভুক্ত করতে বলেছে সরকার।

২০২০ সালের জাতীয় শিক্ষা নীতি মেনেই এই কৌশল বিকাশ যোজনার সূচনা করা হয়েছে। স্কুল স্তরেই পড়ুয়াদের মধ্যে কারিগরি শিক্ষার প্রসার ঘটানোই এর মূল লক্ষ্য। স্কুলের পাঠ্যক্রমেই ভোকেশনাল শিক্ষা ও প্রশিক্ষণ যুক্ত করতে সচেষ্ট হয় সরকার।

এই ভোকেশনাল শিক্ষা থেকে প্রাপ্ত দক্ষতা সংশ্লিষ্ট পড়ুয়াদের সাহায্য করবে বলে মত সরকারের। পাশাপাশি এতে দেশের অর্থনীতিও সামনের দিকে এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। আগ্রহী পড়ুয়ারা সিবিএসই-র অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এই বিষয় আরও বিশদে জানতে পারবেন।