গবেষণামূলক মানসিকতা তৈরি করতে হবে পড়ুয়াদের মধ্যে। এর জন্য পড়ুয়াদের 'গবেষণা ক্ষমতা বৃদ্ধির' কোর্সে যোগ দিতে বলা হয়েছে। পাশাপাশি গবেষণামূলক ইন্টার্নশিপ প্রোজেক্টে যোগ দিতে বলা হয়েছে পড়ুয়াদের।

সরকারি সংস্থা, প্রাইভেট সংস্থা, এনজিও, ব্যবসায়িক সংস্থা, স্থানীয় কোনও সংস্থা, শিল্পকলার সঙ্গে যুক্ত সংস্থর সঙ্গে ইন্টার্নশিপ করতে পারবেন পড়ুয়ারা। কোন সংস্থার সঙ্গে তাঁরা ইন্টার্নশিপ করতে চান, তা নির্ভর করবে তাঁদের ওপরে। এদিকে গবেষণামূলক ইন্টার্নশিপের ক্ষেত্রে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বা জাতীয় বা আন্তর্জাতিক স্তরের সংস্থায় যোগ দিতে বলা হয়েছে পড়ুয়াদের।

গাইডলাইনে বলা হয়েছে, ইন্টার্নশিপে সংশ্লিষ্ট পড়ুয়া কতটা কাজ করেছেন, তার ভিত্ততে সুপারভাইসার তাঁর মূল্যায়ন করতে পারেন। তাছাড়া সেমিনার প্রেজেন্টেশন বা মৌখিক পরীক্ষার মাধ্যমেও পড়ুয়ার মূল্যায়ন করা হতে পারে।