সিলেবাস শেষ করতে ভরসা অতিরিক্ত ক্লাস!

ছুটির দিন এগিয়ে আসায় একাধিক ক্লাস নষ্ট হবে বলে আশঙ্কা করছে স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের একাংশ। ফলে ঘাটতি মেটাতেই অতিরিক্ত ক্লাসের নির্দেশ।

author-image
Pallabi Sanyal
New Update
অতিরিক্ত ক্লাস

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা : তাপপ্রবাহের জন্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এক সপ্তাহের ছুটি ঘোষণা করেছিল রাজ্য সরকার। সেই ছুটির মেয়াদ শেষ আজ থেকে খুলে গেল স্কুলের দরজা। সেই সঙ্গে আজ থেকেই চালু অতিরিক্ত ক্লাস। ছুটির কারণে ক্লাস কম হয়েছে। এদিকে, শেষ করতে হে সিলেবাস। তাই স্কুল খুলতেই সোমবার থেকে অতিরিক্ত ক্লাস করানোর নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এদিকে, ২ মে থেকে গরমের ছুটি পড়তে চলেছে। ছুটির দিন এগিয়ে আসায় একাধিক ক্লাস নষ্ট হবে বলে আশঙ্কা করছে স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের একাংশ। ফলে ঘাটতি মেটাতেই অতিরিক্ত ক্লাসের নির্দেশ। শুধু তাই নয়, নির্দেশিকা মানা হচ্ছে কি না সে বিষয়েও সংশ্লিষ্ট জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের মাধ্যমে পর্ষদ রিপোর্টও নিতে পারে বলে মনে করা হচ্ছে।