বাঁ হাতে ফুল দেওয়ার পিছনে একটি সহজ কারণ অনুধাবন করা যায়। আমরা প্রায় শতকরা ৯৮ থেকে ৯৯ ভাগ মানুষই ডান হাতের ব্যবহার বেশি করি। যে কোনও রকম দরকারি কাজ আমরা ডান হাতে করতে বেশি স্বচ্ছন্দ বোধ করি। তাই ফুল দেওয়ার সময় আমরা ডান হাতের ব্যবহার করি, কারণ তাতে আমরা স্বচ্ছন্দ বোধ করি।

এর পিছনে আরেকটি কারণ হল ভারতীয়রা শৌচ কর্মের পরে নিজেকে পরিষ্কার রাখতে বাঁ হাতের ব্যবহার করে। তাই এই হাতকে আমরা অশুচি বা অস্পৃশ্য বলে ধরে নিই। বিশেষ করে খাবার খাওয়া, বা পুজোর কোনও আচার পালন করা অথবা অন্য কোনও শুভ কাজে আমরা বাঁ হাতের ব্যবহার করি না।

তবে এই সম্বন্ধে শাস্ত্রে কোনও নিয়মের উল্লেখ পাওয়া যায় না। আপনি চাইলে বাঁ হাতেও অর্পণ করতে পারেন। শাস্ত্র মতে তাতে কোনও বাধা নেই। এই নিয়মের সূত্রপাত হয়েছে মানুষের দ্বারাই। এক সময় সাধুরা বা পুরোহিতরা আচার করতে গিয়ে এই ধরনের নিয়ম তৈরি করেছেন। এটি আদতে একটি প্রচলিত রীতি মাত্র।