Durga Puja 2023: বেহালা ক্লাবের অনন্য থিম 'ভাতকাপড়', থাকছে বিশেষ চমক

ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আর কিছুদিনের মধ্যেই গোটা শহর আলোর রোশনাইতে ঢেকে যাবে।

author-image
SWETA MITRA
New Update
behala .jpg

নিজস্ব সংবাদদাতা: হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, ব্যস তারপরেই শুরু হবে বাঙালির সর্ববৃহৎ উৎসব দুর্গাপুজো (Durga Puja 2023)। পুজোর পাঁচটা দিনকে ঘিরে কত মানুষের আশা, আকাঙ্খা, আনন্দ জড়িত থাকে তার কোনো ইয়ত্তা নেই। এদিকে সময় হাতে খুবই কম, ফলে জোরকদমে প্যান্ডেল তৈরিতে কাজে মন দিয়েছে শহরের পুজো কমিটিগুলো। এই কাজে পিছিয়ে নেই বেহাল ক্লাবও। প্রতি বছরের ন্যায় এবারও এই পুজো কমিটি নিজেদের থিমে রাখছে বড় চমক। এবারে তাদের থিমের নাম হল 'ভাতকাপড়'। বাড়ির হেল্পিং হ্যান্ড বা আমরা তথাকথিত ভাষায় যাদের বলি কাজের লোক বা কাজের দিদি, মূলত তাদের জীবনধারাকেই এবছর এই পুজো কমিটি তুলে ধরার চেষ্টা করবে। এমনই দাবি ক্লাব কর্তাদের। পুজোর বাজেট ২৫ লক্ষের কাছাকাছি। ৭৯ বছরে পা দেবে এই পুজো কমিটির পুজো। মন্ডপ সজ্জা ও প্রতিমা শিল্পী হলেন অদিতি চক্রবর্তী।