এবার পুজোয় 'মোক্ষ' লাভের আশা বকুলবাগানে

শরতকালের সাদা কাশের হাওয়া, আকাশে তুলোর মত পেঁজা মেঘ দেখে মন আনচান করে ওঠে। দেবী দুর্গার আগমন ঘটতে চলেছে। তাই মণ্ডপে মণ্ডপে এখন শেষের প্রস্তুতি।

author-image
Adrita
New Update
ব

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা জুড়ে এখন পুজোর প্রস্তুতি চলছে। হাতে রয়েছে আর মাত্র কটা দিন। তার পরেই মর্তে মায়ের আগমন হবে। তাই সব ক্লাবগুলোই এখন শেষ মুহুূর্তের তোড়জোড়ে ব্যস্ত। আর এই তোড়জোড় থেকে পিছিয়ে নেই বকুলবাগান সার্বজনীন (Bakulbagan Sarbojonin Durgotshab) দুর্গোৎসবের পুজোও। তারাও এবার তাদের 'মোক্ষ' লাভের আশায় মেতে উঠেছে। 

ব

এই বছর বকুলবাগান সার্বজনীন দুর্গোৎসবের পুজো ৯৬ বছরে পা দিল। তাদের এবারের নিবেদন 'মোক্ষ' অর্থাৎ মুক্তি। তাদের মণ্ডপ সজ্জার নেপথ্যে রয়েছেন অদিতি চক্রবর্তী এবং মূর্তি তৈরির নেপথ্যে রয়েছেন দীপেন মণ্ডল। এই বছর তাদের পুজোর মোট প্রায় ৩০ লক্ষ টাকা। প্রতি বছরের মত এই বছরেও তাদের পুজোর উদ্বোধনে উপস্থিত থাকবেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।