'পাকচক্র'-এ প্রগতি সংঘ, অভিনব ভাবনা- জানুন পুজোর আগেই

এবার পুজোয় প্রগতি সংঘের থিম 'পাকচক্র'। 

author-image
Aniket
New Update
fs

নিজস্ব সংবাদদাতা: মা আসছেন, এখন শুধু সময়ের অপেক্ষা। আর সেই সঙ্গেই কলকাতার পুজো উদ্যোক্তাদের মধ্যে তোড়জোড়ও বাড়ছে।

kh,

 নিজেদের ভাবনাকে সঠিকভাবে মানুষের কাছে ফুটিয়ে তুলতে পুজো উদ্যোক্তারা কাজ চালিয়ে যাচ্ছে। কলকাতার অন্যতম বড় পুজোগুলির মধ্যে একটি 'পূর্ব পুঁটিয়ারি প্রগতি সংঘে'র পুজো। এবার তাদের ভাবনা 'পাকচক্র'।

k,h

আমাদের এই মানব জীবন একই সূত্রে বাঁধা। জীবনের কারখানায় অনববরত একে অপরের সঙ্গে যুক্ত হয়ে জীবন যুদ্ধের ঘূর্ণিপাকে ঘুরে চলেছি আমরা।

k

আমাদের চিন্তন থেকে শুরু করে প্রতিদিনের জীবন কালের চক্রে সদা ঘূর্ণিয়মান। আর এই ঘূর্ণিয়মান জীবনকেই নিজেদের থিমে তুলে ধরেছে 'পূর্ব পুঁটিয়ারি প্রগতি সংঘ'। এছাড়াও বাংলার লোকশিল্পীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়েছে পুজো উদ্যোক্তারা।

h jv

এই বছর তাদের পুজো ৬৯ বছরে পা দিয়েছে। তাদের পুজোর বাজেট প্রায় ১২ লক্ষ টাকা। সমগ্র ভাবনা ও পরিকল্পনায় রয়েছেন বিভাস মুখার্জি। প্রতিমা শিল্পী সনাতন পাল এবং আবহে রয়েছেন সৈকত দেব।