উল্টোডাঙ্গা বিধান সংঘের পুজোয় এবার ‘দু মুঠো চাল’

আকাশে বাতাসে এখন পুজোর গন্ধ।

author-image
SWETA MITRA
New Update
cover (1).jpg



নিজস্ব প্রতিনিধিঃ চলতি বছরের দুর্গাপুজোয় (Durga Puja 2023) বিরাট চমক দিতে চলেছে উল্টোডাঙ্গা বিধান সংঘ পুজো কমিটি। চলতি বছরে এই পুজো কমিটির পুজো ৫৫ তম বর্ষে পা দিল। আদিম লগ্ন হোক বা বর্তমান যুগ, মানুষ খাদ্যের জন্য লড়াই করেই চলেছে। একজন চাষিই বোঝেন দু মুঠো চালের মূল্য। তাঁরা যখন ফসল ফলান তখন তার এবং তাঁর পরিবারের মধ্যে এক আলাদাই আনন্দ বিরাজ করে। কারণ ফসল ফলালে সেই সাধারণ চাষির ঘরেও দু মুঠো চাল উঠবে। এসকল ভাবনাকে নিয়েই এই বছর উল্টোডাঙ্গা বিধান সংঘ পুজো কমিটির এ বছর তাঁদের থিমের নাম দিয়েছেন ‘দু মুঠো চাল’। এই পুজো কমিটির মণ্ডপে চাষের ব্যবস্থাও চোখে পড়বে। পুজোর বাজেট ২৫ লক্ষ টাকা। প্রতিমা শিল্পী ও মণ্ডপ সজ্জায় রয়েছেন মলয় রায় শুভময় সিনহা।