নিজস্ব প্রতিনিধিঃ আপনারও যদি পুরনো সময়কার জমিদার বাড়ির পুজো (Durga Puja 2023) ভালো লেগে থাকে তাহলে আপনার জন্য আদর্শ স্থান হল এবারের কুঁদঘাটের উন্নয়নী সংঘের পুজো। এখানে মণ্ডপে ঢুকলেই আপনার মনে হবে সময় যেন টাইম মেশিনে চাপিয়ে আপনাকে এক শতক আগে নিয়ে গিয়েছে।