নিজস্ব সংবাদদাতাঃ প্রাচীনকাল থেকেই বাংলায় দুর্গাপুজোর প্রচলন চলেই আসছে। বছরের পর বছর কেটে গেলেও আজও কলকাতা ও তার আশেপাশের কিছু বনেদি পরিবার প্রতি বছর দুর্গাপুজোর আয়োজন বেশ জাঁকজমকভাবে করে থাকে। আকর্ষণ এবং গ্ল্যামারে ভাঁটা পড়লেও ঐতিহ্য বহন করে চলেছে এখনও বহু বাড়ি। বহু বনেদি বাড়ির দুর্গাপুজো করার পেছনে কারণ সম্পর্কে জানলে আপনার গায়েও কাঁটা দেবে। উত্তর কলকাতার ছাতু বাবু লাটু বাবুর বাড়িতেও কয়েক শতক ধরে দুর্গাপুজো হয়ে চলেছে। এটি উত্তর কলকাতার একটি বিখ্যাত বনেদি বাড়ি, যেখানে বেশ জাঁকজমকভাবে দুর্গাপুজোর আয়োজন করা হয়। ১৭৮০ সালে রামদুলাল দে দ্বারা শুরু হয়েছিল। পরবর্তী সময়ে রামদুলাল দে'র দুই ছেলে ছাতু বাবু ও লাটুবাবু এই পুজোর ধারাকে এগিয়ে নিয়ে যান।