জানেন কি সন্ধি পুজোর সময়ক্ষণ ? না জানলে জেনে নিন এখনই

মহাসন্ধিপুজোয় দেবী মহামায়াকে ষোলোপচার নিবেদন করে পুজো করা হয়। আগে পশুবলির মাধ্যমে পুজোর আয়োজন করা হত। বর্তমানে, বলিপ্রথা নিষিদ্ধ হওয়ায় মাংস ও রক্ত ও মদ নিবেদন কর দেবীকে আরাধনা করা হয়।

author-image
Adrita
New Update
দ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ সন্ধিপুজোর সময় নিয়ে রয়েছে দুটি মত। একটি মত বলছে, সন্ধিপুজোর সময় সন্ধ্যে ৭.৩৫ মিনিট থেকে রাত ৮.২২ মিনিট পর্যন্ত। আরও একটি মত বলছে, সন্ধিপুজো বিকেল ৪.৫৪ মিনিট থেকে শুরু শেষ হবে সন্ধ্যে ৫.৪২ মিনিটের মধ্যে।  

hiring.jpg

 মহাষ্টমীর পুজোর সময়- মহাষ্টমীর পুজো সকাল ৭.৫১ মিনিট থেকে শুরু চলবে  বেলা ১০.৪১ মিনিট পর্যন্ত। মহাষ্টমীর দুপুরোর পুজো ১.৩০ মিনিট থেকে ২.৫৫ মিনিট পর্যন্ত। 

hiring 2.jpeg