নিজস্ব সংবাদদাতা : দুর্গাপুজো এসে গেল। ঢাকে কাঠি পড়ে গিয়েছে। প্রস্তুতি শেষের পর্যায়ে। তবে বেলুড়মঠের পুজো নিয়ে একটা আলাদা উন্মাদনা রয়েছে ভক্তদের মধ্যে। এবারের দুর্গাপুজোর সময়সূচি প্রকাশ করল বেলুড় মঠ। ২১ অক্টোবর সপ্তমী। দিনটি শনিবার। ভোর সাড়ে ৫টায় পুজো শুরু বেলুড় মঠে। ২২ অক্টোবর রবিবার মহাষ্টমী। এদিন কুমারী পুজো ও সন্ধি পুজো রয়েছে। ভোর সাড়ে ৫টায় অষ্টমী পুজো শুরু হবে।
এরপর সকাল ৯টায় কুমারী পুজো ও সন্ধীপুজোর ক্ষণ সন্ধ্যা ৭টা ৩৬ মিনিট থেকে রাত্রি ৮টা ২৪ মিনিট পর্যন্ত। এরপর ২৩ অক্টোবর নবমী। সোমবার পুজো শুরু ভোর সাড়ে ৫টায়। প্রতিদিন সন্ধ্যায় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আরতির পর হবে দেবী দুর্গার আরতি। ভোগ নিবেদন তো থাকছেই।