কেমন হল বেহালা ক্লাবের পুজো? ঘুরে দেখল ইম্প্যাক্ট শারদ আনন্দ

কেমন হল বেহালা ক্লাবের পুজো? আপনিও কি জানতে ইচ্ছুক?

author-image
SWETA MITRA
New Update
cover (2) beha.jpg

 নিজস্ব সংবাদদাতাঃ চলতি বছরের দুর্গাপুজোয় বড় রকমের চমক দিয়েছে বেহালা ক্লাব (Behala Club)। এবছর তাঁদের পুজোর থিম ‘ভাতকাপড়।‘  অপূর্ব মণ্ডপটি সাজিয়ে তুলেছেন শিল্পী অদিতি। সেখানকার পুজো কেমন চলছে, তা ঘুরে দেখল ইম্প্যাক্ট শারদ আনন্দ।