নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার গোপসাই লালসাগর সার্ববজনীন দুর্গোৎসব। গোপসাই লালসাগর গ্রামবাসীবৃন্দের এবারের পুজো ১৫ বছরে পদার্পন করল। আগাগোড়া এই পুজো কমিটি জাঁকজমক থিমের পুজোর আয়োজন করে আসছে। ১৫ তম বর্ষে এসেও তার ব্যতিক্রম নেই। তাই এই পুজো কমিটির এবছরের থিম 'নতুন গ্রামের কাঠের পুতুল'।
পুজো উদ্যোক্তাদের কথায়, আগেকার পুরোনো গ্রাম বাংলায় যে সব জিনিস ব্যবহার হতো আজ নতুন গ্রাম শহরের ছোঁয়ায় তা বিলুপ্ত। তাই থিমের মধ্যে কাঠের পুতুল, টেরাকোটার জিনিস, বসার আসন, কুলো, তালপাতার পাখাসহ বিভিন্ন জিনিস দিয়ে মণ্ডপসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে। প্রতিমাতেও একই ভাবনা তুলে ধরা হয়েছে। থার্মোকলের ব্যবহার এড়িয়ে পরিবেশবান্ধব এই পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে বলে দাবি উদ্যোক্তাদের।
এছাড়াও আগত দর্শনার্থীরা মণ্ডপ প্রতিমা পরিদর্শন করে বেশ কিছু সামাজিক সচেতনতার পাঠ নিয়ে যাতে যান সেটাও মণ্ডপের সামনেই তুলে ধরা হয়েছে বিভিন্ন ট্যাবলোর মাধ্যমে। বাল্য বিবাহ রোধ, ডেঙ্গু প্রতিরোধ, একটি গাছ একটি প্রান, পথদূর্ঘটনা এড়াতে পথনিরাপত্তার দিক সহ বেশকিছু দিক তুলে ধরে সামাজিক সচেতনতার বার্তাও দিচ্ছে চন্দ্রকোনার গোপসাই লালসাগর সার্ববজনীন দুর্গোৎসব কমিটি।