কতক্ষণের মধ্যে শেষ করতে হবে সন্ধিপুজো?

জানুন সময়টা।

author-image
Anusmita Bhattacharya
New Update
sandhi-Pujo

নিজস্ব সংবাদদাতা: গত বছর পুজো শুরু হতেই দেরি ছিল। দুর্গাপুজোর দশমীতেই পরের বছর পুজো কবে, কখন কোন তিথি পড়েছে, ক্যালেন্ডার অনুযায়ী পুজোর ছুটিতে শনিবার-রবিবার আছে কিনা তা জানার কৌতূহল চেপে রাখতে পারেন না কোনো বাঙালি।

হিন্দু চন্দ্র ক্যালেন্ডার মতে, কবে মহালয়া, কবে মহাষষ্ঠী, তা জানলে আগে থেকেই অনেকগুলি প্ল্যান করা সম্ভব হয়ে যায়। এবছর পুজোর শেষ হল শনি ও রবিবার। ফলে এখন থেকেই প্ল্যান রেডি সবার যে কোথায় ঘুরতে যাবেন, কার সঙ্গে কোন বারে পুজো দেখতে বের হবেন। 

২০২৪ সালে দুর্গাপুজো শুরু হচ্ছে ৯ অক্টোবর, বুধবার থেকে।  দুর্গাপঞ্চমী ৮ অক্টোবর, শনিবার সকাল ১১টা ১৬ মিনিট পর্যন্ত। এরপর ৯ অক্টোবর, বুধবার মহাষষ্ঠী আর ১০ অক্টোবর, বৃহস্পতিবার মহাসপ্তমী। অষ্টমী পড়েছে ১১ অক্টোবর, শুক্রবার।

সন্ধিপুজো কখন? এটা পড়েছে সকালের দিকে। তিথি অনুযায়ী, সকাল ১১টা ৪২ মিনিট থেকে বেলা ১২টা ৫০ মিনিটের মধ্যে করে ফেলতে হবে সন্ধিপুজো। মহানবমী এবার ১২ অক্টোবর, শনিবার। দশমী হল ১৩ অক্টোবর, রবিবার।