ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী- কবে কেমন বৃষ্টি সেই দেখে চলুন মেপে মেপে

আসল খবর দিল হাওয়া অফিস।

author-image
Anusmita Bhattacharya
New Update
Rain on Durga Puja

নিজস্ব সংবাদদাতা: আইএমডি-র কলকাতা শাখা পরিষ্কার জানিয়ে দিল যে পুজোয় কবে কবে বৃষ্টি হবে৷ এবার ভরা বর্ষায় দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়নি, কিন্তু আশ্বিন মাসে একাধিক নিম্নচাপ ও সাইক্লোনিক সার্কুলেশনের জেরে পরপর ভারী বৃষ্টি চোখ রাঙাচ্ছে৷ পুজোর এখনও দিন ১৫ বাকি থাকলেও বাঙালির প্ল্যানিং শুরু হয়ে গেছে। তাই এই খবরটি বেশ জরুরি। 

ষষ্ঠী থেকে দশমী পুরো পুজোতেই বৃষ্টি পিছু ছাড়বে না। সরকারিভাবে এই তথ্য এবার দিল কলকাতার হাওয়া অফিস৷ মহালয়ার পর থেকে এক সপ্তাহ হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে। আর এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রতিটা জেলায়৷ এদিকে পুজোর সপ্তাহে অর্থাৎ ১০ থেকে ১৩ অক্টোবর ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রতিটা জেলায় হালকা বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে৷ পুজোর আগের সপ্তাহে উত্তরবঙ্গের প্রতিটা জেলায় মাঝারি বৃষ্টি দেখা দিতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও দেখা দিতে পারে। ১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর উত্তরবঙ্গের জেলায় জেলায় জারি থাকবে বৃষ্টি৷

কাজেই পুজোয় এবার ছাতা মাস্ট। নইলে দেখা দেবে বিপদ।