কলকাতার বাণিজ্য নগরী ঠিক কেমন ছিল জানেন? জানতে হলে আপনাকে অবশ্যই যেতে হবে 'উল্টোডাঙ্গা বিধান সংঘ' ক্লাবের পুজো পরিদর্শনে

কলকাতা শহরটি একসময় সারা বিশ্বের বাণিজ্য নগরী হিসেবে পরিচিত ছিল। কিন্তু কালের নিয়ম বাঙালি তার ব্যবসা-বাণিজ্য ধরে রাখতে পারেনি। কলকাতার সেই বাণিজ্য নগরীকে এ বছর উল্টোডাঙ্গা বিধান সংঘ ক্লাব তুলে ধরবে তাদের পূজার মাধ্যমে।

author-image
Debapriya Sarkar
New Update
Durga Puja

নিজস্ব প্রতিবেদন : পূজোর বাকি আর মাত্র কয়েকটা দিন। কলকাতায় নামিদামী ক্লাবগুলোর পূজোর প্রস্তুতি প্রায় শেষের পথে। অক্টোবরের দুই তারিখ মহালয়া। ইতিমধ্যে কলকাতা শহর সেজে উঠেছে আলোর রোশনাইতে। কলকাতার একাধিক জনপ্রিয় পুরো কমেডি গুলির মধ্যে অন্যতম হলো '৭৪ পল্লী সর্বজনীন'। সম্প্রতি ANM News এর পক্ষ থেকে খোঁজ নেওয়া হল "উল্টোডাঙ্গা বিধান সংঘ' ক্লাবের পূজোর প্রস্তুতিতে। 

publive-image

'উল্টোডাঙ্গা বিধান সংঘ' ক্লাবের একজন বিশেষ সদস্য অরূপ দাস আমাদের সাথে শেয়ার করে নিল তাদের ক্লাবের পূজোর সমস্ত খুঁটিনাটি তথ্য। এবারের ৫৬ তম বর্ষে 'উল্টোডাঙ্গা বিধান সংঘ' ক্লাবের থিম কি হতে চলেছে জানতে চাওয়া হলে অরূপ দাস জানান, এবছরের পূজোর থিম 'বাণিজ্য বসতে লক্ষী'। কলকাতা শহরটি একসময় সারা বিশ্বের বাণিজ্য নগরী হিসেবে পরিচিত ছিল। কিন্তু কলকাতার কাছে এখন আর সেই তকমা নেই। কালের নিয়ম বাঙালি তার ব্যবসা-বাণিজ্য ধরে রাখতে পারেনি। বাইরের থেকে মানুষ এসে কলকাতায় ব্যবসার খুঁটি গেড়েছে। আর সেখানে বাঙালি হয়ে গিয়েছে চাকুরীজীবী। 'উল্টোডাঙ্গা বিধান সংঘ' ক্লাব এই সবকিছুই এ বছর তুলে ধরছে তাদের পুজোর মাধ্যমে। এ বছর এই পূজার জন্য 'উল্টোডাঙ্গা বিধান সংঘ' ক্লাবের বাজেট রয়েছে ৪০ লক্ষ টাকা। 

publive-image

এবারে পুজোর প্রতিমা শিল্পী, আলোকসজ্জা, থিম আর্টিস্ট সম্বন্ধে জানতে চাইলে অরূপ বাবু জানান, থিম আর্টিস্টে এবং প্রতিমা শিল্পীতে রয়েছেন মলয় রায় ও শুভময় সিনহা এবং আলোকসজ্জায় রয়েছেন কুনাল পাঠক। 

publive-image

'উল্টোডাঙ্গা বিধান সংঘ' ক্লাব নারী সুরক্ষা নিয়ে কতটা তৎপর তা জানতে চাওয়া হলে অরূপ বাবু বলেন, 'মহিলা ভলেন্টিয়ার থেকে শুরু করে আমাদের ক্লাবের প্রত্যেকটি মেম্বার সর্বদা মহিলা সুরক্ষার বিষয়টি নিশ্চিত করে থাকে।' আমাদের এখানে আলাদা করে লেডিস মেম্বার লাউঞ্চ রয়েছে। এছাড়া বয়স্কদের জন্য রয়েছে রেস্ট রুম এবং রয়েছেন ব্রেস্ট ফিডিং রুম। প্রতিবছরই এই ব্যবস্থা থাকে।" তৃতীয়ার দিন থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত হবে উল্টোডাঙ্গা বিধান সংঘ ক্লাবের পূজা মন্ডপ। লোকাল এমপি ও এমএলএ এই পুজোর উদ্বোধন করবেন।