সিকিমের নামচি'র সাঁইবাবার মন্দিরের দর্শন পেতে অবশ্যই আপনাকে যেতে হবে ৬৪ পল্লী দুর্গোৎসব এর পুজোপরি দর্শনে

সিকিমের নামচি'র সাঁইবাবার মন্দিরের দর্শন পেতে অবশ্যই আপনাকে যেতে হবে ৬৪ পল্লী দুর্গোৎসব এর পুজোপরি দর্শনে।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব প্রতিবেদন : পুজোর আর বাকি হাতেগোনা মাত্র কয়েকটা দিন। ইতিমধ্যে কলকাতার জনপ্রিয় পুজো ক্লাবগুলির মণ্ডপসজ্জা প্রায় শেষের পথে। তাই ANM News এর পক্ষ থেকে খোঁজ নেওয়া হল কলকাতার অন্যতম সেরা ক্লাব '৬৪ পল্লীর দুর্গোৎসব'‌ এর পুজোর প্রস্তুতিতে। সম্প্রতি ক্লাবের এক সদস্য গৌতম ব্যানার্জি পুজোর প্রস্তুতি সম্বন্ধে বিস্তারিত জানিয়েছে আমাদের। 

publive-image

গৌতম ব্যানার্জি জানান, এবছর ৬৪ পল্লীর দুর্গোৎসব এর পুজো ৭৬ তম পূজা বর্ষে পদার্পণ করতে চলেছে। পুজোর থিম সম্বন্ধে জানতে চাইলে তিনি বলেন, 'সেভাবে কোন থিম এবারে আমাদের পুজোয় হচ্ছে না। সিকিমের নামটিতে সাঁইবাবার যে মন্দির আছে সেই সাঁইবাবার মন্দিরই এবছর আমাদের পুজোর মন্ডপ'। ৬৪ পল্লীর দুর্গোৎসব এই বছর পুজোর বাজেট ২৮ থেকে ৩০ লক্ষ টাকা। ৬৪ পল্লীর দুর্গোৎসব এ বছর যার পরিকল্পনা সেজে উঠবে আর্টিস্ট হলেন আশীর্বাদ ডেকোরেটার্স, প্রতিমা শিল্পী সনাতন রুদ্র পাল, আলোক সজ্জায় রয়েছেন বাপি ইলেকট্রনিক্স। 

publive-image

৬৪ পল্লীর দুর্গোৎসব এর উদ্বোধন সম্বন্ধে জানতে চাইলে গৌতম বাবু বলেন, 'তৃতীয় দিন জনসাধারণের জন্য পূজা মন্ডপ উন্মুক্ত করে দেওয়া হবে। উদ্বোধনের জন্য কে আসবেন জানতে চাইলে গৌতমবাবু জানান অনেকের সাথে কথা হয়েছে তবে কে আসবে তা এখনো ঠিক হয়নি। নারী সুরক্ষা প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে গৌতম বাবু বলেন, নারী সুরক্ষার বিষয়ে প্রত্যেক বছরই খেয়াল রাখা হয়। এ বছর আলাদা করে করার কিছু নেই। আমাদের প্রচুর সিকিউরিটির রয়েছে তারাই সবকিছু খেয়াল রাখবেন। এছাড়া পূজা মন্ডপ ও মন্ডপের বাইরে দশটা সিসিটিভি ক্যামেরা ইন্সটল করা হয়েছে।