নিজস্ব প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে দুর্গা পুজোর সূচনায় বিরোধীদের বিরুদ্ধে তীব্র ভাষায় মন্তব্য করেন। তিনি বলেন, "উদ্বোধনের জন্য আজ আসিনি, কাল আসব। নাম দিয়েছি 'উৎসব উৎসারিত' কারণ কিছু মানুষ ন্যারেটিভ তৈরি করতে চাইবে। আমি ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে সচেতন এবং আমার বাবাকে সবাই পণ্ডিত মশাই বলতেন।" এই মন্তব্যের মাধ্যমে তিনি বিরোধীদের প্রতি এক ধরনের সতর্ক বার্তা দেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, গান তাঁর নেশা, কারণ ছোটবেলায় বাড়িতে একটি বড় রেকর্ড প্লেয়ার ছিল এবং বাবা সব ধরনের গান সংগ্রহ করতেন। ফলে তাঁর হাজারের উপর গান মুখস্থ। তবে তিনি জানান, আজ গান গাইবেন না, কারণ দেবীকে জাগাতে হবে, যা তিনি আগামীকাল করবেন।
তিনি শ্রীভূমির পুজোর পাশাপাশি জেলার অন্যান্য পুজো ক্লাবগুলিরও প্রশংসা করেন। অনুদানের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার প্রায় ৪৮ থেকে ৫০ হাজার ক্লাবকে অনুদান দিয়েছে, যা তিনি উৎসাহ দান হিসেবে দেখেন। তিনি বলেন, "অনেকে বলেন এতে কী হবে, কিন্তু অনেক ক্লাবের জন্য ৮৫ হাজার টাকাও বড় ব্যাপার"।