নিজস্ব প্রতিবেদন : পূজোর বাকি আর মাত্র কয়েকটা দিন। কলকাতায় নামিদামী ক্লাবগুলোর পূজোর প্রস্তুতি প্রায় শেষের পথে। অক্টোবরের দুই তারিখ মহালয়া। ইতিমধ্যে কলকাতা শহর সেজে উঠেছে আলোর রোশনাইতে। কলকাতার একাধিক জনপ্রিয় পুরো কমেডি গুলির মধ্যে অন্যতম হলো '৭৪ পল্লী সর্বজনীন'। সম্প্রতি ANM News এর পক্ষ থেকে খোঁজ নেওয়া হল 'টালা প্রত্যয়' ক্লাবের পূজোর প্রস্তুতিতে।
'টালা প্রত্যয়' ক্লাবের একজন বিশেষ সদস্য শুভজিৎ শর্মা আমাদের সাথে শেয়ার করে নিল তাদের ক্লাবের পূজোর সমস্ত খুঁটিনাটি তথ্য। এবারের ৯৯ তম বর্ষে 'টালা প্রত্যয়' ক্লাবের থিম কি হতে চলেছে জানতে চাওয়া হলে শুভজিৎ শর্মা জানান, এবছরের পূজোর থিম 'বিহীন দ্য ভয়েড'। এবছর 'টালা প্রত্যয়' ক্লাবের পুজোর খরচ প্রায় ১.৫ কোটি টাকা।
এবারের পুজোর প্রতিমা শিল্পী, আলোকসজ্জা, থিম আর্টিস্ট সম্বন্ধে জানতে চাইলে শুভজিৎ বাবু জানান, থিম আর্টিস্টে রয়েছে সুশান্ত পাল। প্রতিমা শিল্পী অধীর পাল এবং আলোকসজ্জায় রয়েছেন সুমন মাইতি। পূজোর উদ্বোধন সম্বন্ধে জানতে চাইলে শুভজিৎ বাবু বলেন, উদ্বোধনের দিন এখনো ঠিক হয়নি। উদ্বোধন করতে কে আসবেন সেটাও নিশ্চিত নয়। তবে প্রতিবছর পূজোর উদ্বোধন করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
'টালা প্রত্যয়' ক্লাব নারী সুরক্ষার বিষয়ে কতটা গুরুত্ব দিচ্ছে জানতে চাওয়া হলে শুভজিৎ বাবু বলেন, নারী সুরক্ষা দিক থেকে আমাদের ক্লাব সবসময় এগিয়ে। আমাদের প্রিভিলেজ পাস এর বন্দোবস্ত রয়েছে। অর্থাৎ যারা প্রেগন্যান্ট মহিলা অথবা বয়স্ক লোক তাদের জন্য ভিআইপি পাস দেওয়া হবে। এছাড়া ৬০ টি সিসিটিভি ক্যামেরা ২৪ ঘন্টা পুরো পুজোয় আসা মানুষের গতিবেধি পর্যবেক্ষণ করবে'।