নিজস্ব প্রতিবেদন : জগৎ মুখার্জি পার্ক সাধারণ দুর্গোৎসব এবছর ৮৮ বছরে পা দিয়েছে এবং তাদের পুজোর থিম রাখা হয়েছে "প্ল্যাটফর্ম হাওড়া ময়দান"। এ বছর প্যান্ডেলটি দেখতে একেবারে মেট্রোর কামরার মতো। গঙ্গার তলা দিয়ে চলা মেট্রোকে তুলে ধরা হয়েছে, যা গঙ্গা দূষণের বিরুদ্ধে একটি সচেতনতা বার্তাও দেয়। মণ্ডপের ভিতরে প্রবেশ করলেই অনুভব হবে মেট্রো স্টেশনে পৌঁছে গেছেন, রয়েছে এস্কেলেটরও।
এক পুজো উদ্যোক্তা জানান, "আমরা দেখাচ্ছি, গঙ্গার তলা দিয়ে কলকাতা ও হাওড়াকে সংযুক্ত করার জন্য যে মেট্রো এসেছে, সেটিই আমাদের থিম।" প্রতিমাটি মকর বাহিনীকে ফুটিয়ে তোলা হয়েছে এবং এটি থিমের সঙ্গে সঙ্গতিপূর্ণ। এবছর সেরা পুজোর পুরস্কারও জিতে নিয়েছে জগৎ মুখার্জি পার্ক সাধারণ দুর্গোৎসব।
এদিকে, সোমবার চতুর্থী উপলক্ষে ঠাকুর দেখা শুরু হয়ে গেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে একটানা বৃষ্টি হবে না এবং ভারী বৃষ্টির আশঙ্কাও নেই। পুজোর দিনগুলোতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়তে পারে। তবে রাতে এবং সকালে আবহাওয়া কিছুটা আরামদায়ক হতে পারে।