সমাজ সেবী সংঘের আ-‘কর্ষণ’-এই লুকিয়ে তাঁদের এবারের থিম

সেই বার্তায় এবার তুলে ধরছে সমাজ সেবী সংঘ। 

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
WhatsApp Image 2024-09-29 at 21.06.52

File Picture

নিজস্ব সংবাদদাতা: সমাজ সেবী সংঘের পুজো এবছর ৭৯ তম বর্ষে পদার্পণ করলো। এবছর তাঁদের পুজো থিম ‘কর্ষণ’। ‘কর্ষণ’ মানে কৃষিকাজ। এক সময় ভারতকে বলা হত কৃষি মাতৃকা দেশ। কেননা, সেই সময় কৃষির ওপর নির্ভর করেই চলতো মানুষের জীবন ও জীবিকা। আজ আমরা ধীরে ধীরে উন্নতির শিখরে পৌঁছেছি। টেক ম্যানিয়া জীবন যাপন করছি আজ প্রত্যেকে। কতোই না উন্নতি করেছি আমরা। কিন্তু এই উন্নতির ভিড়ে যা হারিয়ে গেছে আমাদের কাছ থেকে, তা হল এই কৃষি নির্ভর জীবন যাপন। আজ কৃষি জমির পরিমাণ ধীরে ধীরে অবলুপ্তি হয়ে যাচ্ছে। সেই কৃষি জমির ওপরই তৈরি হচ্ছে মাল্টি স্টোরেড বিল্ডিং। কিন্তু আবাসনকে বাঁচাতে গেলে বাঁচাতে হবে কৃষিকেও। সেই বার্তায় এবার তুলে ধরছে সমাজ সেবী সংঘ। 

WhatsApp Image 2024-09-29 at 21.11.35

শিল্পী রাজু সরকারের চিন্তা ভাবনাতেই সেজে উঠছে এবার সমাজ সেবীর পুজো মণ্ডপ। সম্পূর্ণ মণ্ডপ জুড়েই ছোট একটা গ্রামকে তুলে ধরবে সমাজ সেবী সংঘ। সম্পূর্ণ মণ্ডপ হবে ইকো ফ্রেন্ডলি। মণ্ডপ তৈরিতে ব্যবহার করা হবে মাটি, খড়, পান, ধান, শস্য, পাটের দড়ি, লোহা। সম্পূর্ণ মণ্ডপ তৈরিতে খরচ হচ্ছে ৪০ থেকে ৪৫ লাখ টাকা। 

দর্শকদের জন্যে এই মন্ডপের দ্বার খুলে দেওয়া হবে তৃতীয়া থেকেই।  

454568077_921096623388372_8293454852933780969_n

impac puja 2024