'রত্নগর্ভা'-'আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে'- এবার আবার ধামাকা নিয়ে আসছে 'কাশী বোস লেন'

কি থিম এবার  'কাশী বোস লেন'- এর?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
d

নিজস্ব সংবাদদাতা: কলকাতার অন্যতম বড় দুর্গা পূজাগুলির মধ্যে একটি হল  'কাশী বোস লেন'-এর দূর্গা পূজা। মানুষ এই উদ্যোক্তাদের কাছ থেকে প্রত্যেক বছরই মন ছুঁয়ে যাওয়া থিমের আশা রাখেন। এই বছরও আরও এক মন ছুঁয়ে যাওয়া থিম নিয়ে হাজির হয়েছেন  'কাশী বোস লেন'-এর উদ্যোক্তারা। এএনএম নিউজের সঙ্গে কথা হয়েছে 'কাশী বোস লেন'-এর পূজা উদ্যোক্তা ঐন্দ্রিলা শেঠের সঙ্গে। তিনি জানালেন, এবারের তাদের পূজার বিস্তারিত। এবছর তাদের পূজা ৮৭ তম বছরে পা দিয়েছে। এবছর তাদের পুজোর থিম 'রত্নগর্ভা'। এবছর তাদের বাজেট প্রায় ৬৫ লক্ষ টাকা। উদ্বোধন হবে ৫ তারিখ। সমগ্র ভাবনায় রয়েছেন রিন্টু দাস। 

ন্দ্রিলা শেঠ থিম বিস্তারিতে বলেছেন, "যেকোনো মায়ের কাছে তো তাঁর গর্ভে রত্নই জন্মায়। তবে আমরা এবার নিজেদের উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেছি যাঁরা ভারতের ইতিহাসে বাঙালিদের অনেক উচ্চ আসনে বসিয়েছেন। প্রথমজন সমাজের কুপ্রথার বিরুদ্ধে সোচ্চার হয়ে অগুন্তি নারীকে জীবনের মূলস্রোতে ফিরিয়ে এনেছেন - তিনি আমাদের ভারতের "প্রথম আধুনিক পুরুষ" রাজা রামমোহন রায়। 

আরেকজন শিখিয়েছেন সব বাধা প্রতিকূলতা কাটিয়েও সকলকে এক পাঠে শিক্ষিত করা এই যুগাবতার "দয়ার সাগর" পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 

তাই এবছর আমরা, কাশী বোস লেন দুর্গাপূজা সমিতির পক্ষ থেকে এই দুই রত্নগর্ভার গল্পের মধ্য দিয়ে বাংলা তথা ভারতের আপামর রত্নগর্ভাদের কুর্নিশ জানাই।"

impac puja 2024