জমিদার বাড়ির পুজোয় মেতে উঠতে চান এবছর? তাহলে থাকুন এখানে -

জমিদার বাড়ির পুজো উপভোগ করতে চাইলে আপনাকে পা রাখতেই ৪১ পল্লী পুজো মণ্ডপে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
aaaaaaaaaaaaaa

File Picture

নিজস্ব সংবাদদাতা: আচ্ছা যদি আপনাকে প্রশ্ন করা হয় থিম পুজো ভালো লাগে নাকি? বনেদি বাড়ির পুজো? আপনার উত্তর কোনটা হবে? আমার উত্তর কিন্তু হবে বনেদি বাড়ির পুজো। কেননা সেই পুজোর সাথে জড়িয়ে থাকে সমগ্র একটা বাড়ির ইতিহাস। বর্তমান দিনে অবশ্য থিম পুজোয় বেশি মাথা তুলে দাঁড়িয়েছে। আসলে এখন সেই বনেদি বাড়িও নেই, আর সেই বনেদি বাড়ির পুজোও নেই। ঐ হাতে গোনা কয়েকটি বনেদি বাড়ি এখনও তাঁদের রীতি, ঐতিহ্য ধরে রেখেছে। সেরকমই পুজোর কয়েকটা দিন জমিদার বাড়ির পুজো উপভোগ করতে চাইলে আপনাকে পা রাখতেই ৪১ পল্লী পুজো মণ্ডপে।

কেননা, হরিদেবপুর ৪১ পল্লী পুজো মণ্ডপ এবছর ৬৭ তম বর্ষে পদার্পণ করলো। এবছর তাঁদের পুজো থিম ‘খিড়কি থেকে সিংহদূয়ার’। একটি সাবেকিয়ানা জমিদার বাড়িরই রূপ দেওয়া হবে গোটা পুজো মণ্ডপকে। মূলত বাঁশ, কাপড়ের পাশাপাশি সিলিকনের কাজও দেখা যাবে গোটা মণ্ডপ জুড়ে। একই সাথে জমিদার বাড়ির দালানে প্রতিষ্ঠিত হবে মা দুর্গা। সমগ্র জমিদার বাড়িই প্রদীপের আলো, লণ্ঠনে সুসজ্জিত হবে। 

4609378969933451494733557709541756

452140658944773287663876498888135941858545

এই সমগ্র মণ্ডপ পরিকল্পনায় রয়েছেন শিল্পী সম্রাট ভট্টাচার্য্য এবং প্রতিমা শিল্পী নব কুমার পাল। সমগ্র মণ্ডপ তৈরিতে খরচ আনুমানিক ৪০ লক্ষ টাকা। দর্শনার্থীদের জন্যে পুজো মণ্ডপ খুলে দেওয়া হবে মহালয়ার পর থেকেই।  

impac puja 2024