বিখ্যাত পরিচালক তপন সিংহের স্মৃতিতে এ বছর 'দক্ষিণদাড়ি ইয়ুথ' ক্লাবের পূজোর থিম 'সিংহ বাহিনী'

বিখ্যাত পরিচালক তপন সিংহের ১০০ বছর পূর্তিতে তার সমস্ত সিনেমা নিয়ে তৈরি এ বছর 'দক্ষিণদাড়ি ইয়ুথ' ক্লাবের পূজোর থিম 'সিংহ বাহিনী'

author-image
Debapriya Sarkar
আপডেট করা হয়েছে
New Update
Dakkhindari

নিজস্ব প্রতিবেদন : পূজোর বাকি আর মাত্র কয়েকটা দিন। কলকাতায় নামিদামী ক্লাবগুলোর পূজোর প্রস্তুতি প্রায় শেষের পথে। অক্টোবরের দুই তারিখ মহালয়া। ইতিমধ্যে কলকাতা শহর সেজে উঠেছে আলোর রোশনাইতে। কলকাতার একাধিক জনপ্রিয় পুরো কমেডি গুলির মধ্যে অন্যতম হলো 'দক্ষিণদাড়ি ইয়ুথ'। সম্প্রতি ANM News এর পক্ষ থেকে খোঁজ নেওয়া হল 'দক্ষিণদাড়ি ইয়ুথ' ক্লাবের পূজোর প্রস্তুতিতে।

publive-image

'দক্ষিণদাড়ি ইয়ুথ' ক্লাবের একজন বিশেষ সদস্য পার্থ বর্মা আমাদের সাথে শেয়ার করে নিল তাদের ক্লাবের পূজোর সমস্ত খুঁটিনাটি তথ্য। এবারের ২৪ তম বর্ষে 'দক্ষিণদাড়ি ইয়ুথ' ক্লাবের থিম কি হতে চলেছে জানতে চাওয়া হলে পার্থ বাবু জানান, এবছরের পূজোর থিম 'সিংহ বাহিনী'। বিখ্যাত পরিচালক তপন সিংহের ১০০ বছরের পূর্তি হচ্ছে এ বছর ২রা অক্টোবর। তারি সমস্ত সিনেমা কে নিয়ে তৈরি এ বছর 'দক্ষিণদাড়ি ইয়ুথ' ক্লাবের থিম 'সিংহ বাহিনী'। এর জন্য খরচ পড়ছে প্রায় ৫০-৫৫ লক্ষ টাকা। 

publive-image

publive-image

এবারের পুজোর প্রতিমা শিল্পী, আলোকসজ্জা, থিম আর্টিস্ট সম্বন্ধে জানতে চাইলে পার্থ বাবু জানান, থিম আর্টিস্টে এবং প্রতিমা শিল্পী অনির্বাণ দাস ও আলোকসজ্জায় রয়েছেন প্রেমেন্দু বিকাশ চাকি। উদ্বোধনের দিন ও কোন স্পেশাল গেস্ট আসছেন কিনা জানতে চাইলে পার্থবাবু জানান, দুপুরে অক্টোবর অর্থাৎ মহালয়ার দিনই উদ্বোধন হবে পুজো। তবে উদ্বোধনের জন্য কে আসবে সেটা এখনো সঠিক নয়। পরমব্রত, রজতাভ দত্ত, লাবনী সরকার ইত্যাদি আরও অনেকের সাথে কথা হয়েছে তবে কে আসবে তা এখনো নিশ্চিত হয়নি। 

publive-image

নারী সুরক্ষা প্রসঙ্গে জানতে চাওয়া হলে পার্থ বাবু জানান, 'আলাদা করে নারী সুরক্ষা নিয়ে আমরা কোন চিন্তাভাবনা করিনি কারণ তার কোন প্রয়োজন আছে বলে মনে করি না। কারণ আমার মনে হয় আরজিকরের ঘটনাটা পুরোটাই একটা বিচ্ছিন্ন ঘটনা। নিশ্চিতভাবে অত্যন্ত নিন্দনীয় এবং নক্কার জনক ঘটনা। তাই আলাদা করে আমরা নারী সুরক্ষা নিয়ে কিছু চিন্তা করিনি। আমাদের প্রচুর ভলেন্টিয়ার্স আছে, প্রাইভেট সিকিউরিটি আছে, ক্লাবের মেম্বাররা আছে সমস্ত দিক রক্ষণাবেক্ষণের জন্য'।