নিজস্ব সংবাদদাতা: ইম্প্যাক্ট শারদ আনন্দ ২০২৪- এর সূচনা হল আজ পঞ্চমীর সন্ধ্যা থেকে। প্রতি বছরের ন্যায় এই বছরও আপনারা বাড়ি বসেই দেবীর দর্শন করতে পারেন। দেখা পাবেন নানা মণ্ডপের সজ্জারও। অর্থাৎ বাড়িতে বসেই পুজো পরিক্রমার সুযোগ। পুজো পরিক্রমার পাশাপাশি থাকবে সেরার সেরা ক্লাবগুলোকে বেছে নেওয়ার লড়াই।
এবার দেখুন আমাদের চোখে হাতিবাগান নবীন পল্লী।