বন্যা থেকে মাথা তুলে দাঁড়িয়ে 'অবুঝ সভ্যতার সবুজ পৃথিবী' তুলে ধরছে এই ক্লাব!

বিশেষ নজর কাড়বে এই ক্লাব।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2024-10-10 at 3.46.10 PM

নিজস্ব প্রতিনিধি, চন্দ্রকোনা: চন্দ্রকোনার মানিককুন্ডু কিশোর সংঘের সর্বজনীন দুর্গোৎসব। এবছর ১৪ তম বর্ষের পুজো।প্রতিবছরই জাঁকজমক থিমের পুজোর আয়োজন করে আসছে এই পুজো কমিটি।থিমের পুজোয় কোনো না কোনো বিষয়ে সামাজিক বার্তা তুলে ধরে দর্শনার্থীদের নজর কাড়ে এবং সচেতনতার বার্তা দিয়ে থাকে মানিককুন্ডু কিশোর সংঘ সর্বজনীন দুর্গোৎসব কমিটি।

এবছরও ১৪ তম বর্ষে প্রকৃতি রক্ষার বার্তা দিয়ে থিমে সবুজায়নকে তুলে ধরা হয়েছে। থিমের পোশাকি নাম 'অবুঝ সভ্যতার সবুজ পৃথিবী'। প্রকৃতির রোষে পৃথিবী। তার অনেকাংশে দায়ী অবুঝ মানব সভ্যতা, দাবি এই পুজো উদ্যোক্তাদের। বন্যা প্রবন এলাকা চন্দ্রকোনার মানিককুন্ডু। কয়েকদিন আগেও ভারি বন্যায় জলে ডুবে ছিল গোটা এলাকা। এই পুজো মণ্ডপও ছিল জলের তলায়। তা কাটিয়ে প্রকৃতি রক্ষার বার্তা নিয়ে এক সুসজ্জিত পুজো মণ্ডপ থেকে প্রতিমার সবুজ প্রকৃতিময় রুপে তুলে ধরে সবুজায়নের বার্তা মানিককুন্ডু কিশোর সংঘ সর্বজনীন দুর্গোৎসব কমিটির।