বন্যায় ডুবে ছিল মণ্ডপ, বিপদ কাটিয়ে "আন্দামান" নিয়ে এল ঘাটালের এই পুজো!

এই ক্লাব নিজেই বিপদ কাটিয়ে পুজো করছে।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2024-10-10 at 2.35.34 PM

নিজস্ব প্রতিনিধি, ঘাটাল: ঘাটালের হরিশপুর সর্বজনীন দুর্গোৎসব। হরিশপুর ফ্রেন্ডস ক্লাবের পরিচালনায় এবারের পুজো ১০ তম বর্ষে পদার্পন করল। থিম "পায়ে পায়ে আন্দামান"।

আন্দামানের জারোয়া উপজাতি সম্প্রদায়কে মণ্ডপসজ্জায় থিম আকারে তুলে ধরা হয়েছে। পরিবেশবান্ধব উপকরণ ও সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপসজ্জা। রূপনারায়ণের তীরে হরিশপুর ফুটবল ময়দানে ফ্রেন্ডস ক্লাবের পরিচালনায় এই পুজোর আয়োজন। কয়েকদিন আগেও ভয়াবহ বন্যায় ডুবেছিল মণ্ডপের অধিকাংশ। বন্যা কাটিয়ে এতো কম সময়ে সুসজ্জিত এই থিম তুলে ধরতে পারবে তা কল্পনার বাইরে ছিল উদ্যোক্তাদের, এমনটাই জানাচ্ছেন তারা। বিগত বছরের মতো এবারও দর্শকের ঢল নামবে এমনটাই আশাবাদী পুজো উদ্যোক্তারা।