এবার পুজোয় "একান্নবর্তী" ভাবনা নিয়ে আসছে নাকতলা উদয়ন সংঘ! রইল বেশ কিছু ছবি

নাকতলা উদয়ন সংঘ কি চমক দেবে এবার?

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
WhatsApp Image 2024-09-26 at 5.42.23 PM

নিজস্ব প্রতিনিধি: প্রতিবারের মতো এবারও অনন্য ভাবনা নাকতলা উদয়ন সংঘের। এবার তারা তুলে ধরবে "একান্নবর্তী"।

DSC07614

এই প্রসঙ্গে আমাদের প্রতিনিধি যোগাযোগ করেছিলেন নাকতলা উদয়ন সংঘের সাধারণ সম্পাদক অঞ্জন দাসের সঙ্গে। তিনি জানান থিম নিয়ে বিস্তারিত।অঞ্জন বাবু জানান, "থিমটা হচ্ছে একান্নবর্তী। আজকের সমাজে একান্নবর্তী পরিবার ভাঙতে ভাঙতে নিউক্লিয়ার ফ্যামিলিতে পরিণত হয়েছে যেটা সমাজের পক্ষে খুব ক্ষতিকারক। এটার বিরুদ্ধেই সমাজের যে ক্ষতি হচ্ছে সেটাকে বোঝানোর চেষ্টা করা হবে এই বার্তায়"। 

1X7A0144

জানা গেছে এবার প্রতিমা এবং মণ্ডপসজ্জায় যিনি থাকছেন তিনি হলেন শিল্পী রিন্টু দাস।

0P2A4820

প্রতিবছর নাকতলা উদয়ন সংঘের ঠাকুর দেখতে ব্যাপক ভিড় হয় দর্শনার্থীদের। এবারে বিশেষ কি ব্যবস্থা থাকছে ভিড় নিয়ন্ত্রণে? অঞ্জন বাবু জানান, "সরকারি প্রশাসনের পুলিশ প্রচুর পরিমাণে দেওয়া থাকে। এছাড়াও ১৫০ ভলেন্টিয়ার থাকবে। এছাড়াও প্রাইভেট সিকিউরিটিও  বিকেলে অন্তত ১০০ এবং সকালে ৫০ করে থাকবে"।  

0P2A4815

এছাড়া সুরক্ষার দিকটি নিয়ে অঞ্জন বাবু জানান, "ইন্সুরেন্স করানো থাকবে। মণ্ডপে দর্শনার্থীদের কোনো রকম ক্ষতি হলে ২ লক্ষ টাকা পাবে"। মহালয়ার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এই মণ্ডপের উদ্বোধন হওয়ার সম্ভাবনা। ঐদিন অসহায়দের জন্য থাকছে বিশেষ কিছু আয়োজন। 

WhatsApp Image 2024-09-26 at 5.03.15 PM