সম্পূর্ণ কংক্রিটের তৈরি মণ্ডপের সাক্ষী থাকতে চান? তাহলে নজর থাকুক এই পুজো মণ্ডপে

এই মুহুর্তে নামকরা মণ্ডপ গুলিতে প্রায় ৯০ শতাংশ কাজই শেষ।

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
durganew

File Picture

নিজস্ব সংবাদদাতা: পুজোর আর হাতে গোনা অল্প কিছুদিন। এখন শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে মণ্ডপগুলিতে। যেহেতু শেষ কয়েক বছর ধরে মহালয়ার দিন থেকেই পুজোর উদ্বোধন শুরু হয়ে যায়, তাই এই মুহুর্তে নামকরা মণ্ডপ গুলিতে প্রায় ৯০ শতাংশ কাজই শেষ। বাকি আছে আর মাত্র ১০ শতাংশ কাজ।

WhatsApp Image 2024-0

কেষ্টপুর প্রফুল্ল কাননের পুজো এবছর ২২ তম বর্ষে পদার্পণ করলো। এবছর তাঁদের পুজোর থিম ‘একান্ন’। ‘একান্ন’ শব্দটি যদি ভাঙেন তাহলে তা দাঁড়ায় ‘এক যুক্ত অন্ন’ অর্থাৎ আগে যে সবাই মিলেমিশে থাকতো, একান্নবর্তী থাকতো, সেই বিষয়টিকে ফুটিয়ে তোলার জন্যে এই থিমের নাম দেওয়া হয়েছে ‘একান্ন’।

WhatsApp Image 2024-09-23 at 14

আসলে আমাদের শরীরে ৫১টি অংশ রয়েছে, যার মধ্যে ৫০টি দেহাংশ দৃশ্যমান আর একটি অদৃশ্য, সেটি হল ত্রিনয়ন। আবার একান্নপিটের ইতিহাসেও রয়েছে এর বর্ণনা। তাই সেই সব ভাবনা নিয়েই কেষ্টপুর প্রফুল্ল কাননে এবছরের থিমকে ফুটিয়ে তুলেছেন শিল্পী রূপচাঁদ কুণ্ডু।

WhatsApp Image 2024-09-23 at

WhatsApp Image 2024-09-23 at 15

এবছর অবশ্যই এই মণ্ডপে চোখ রাখতে হবে। কেননা, কলকাতায় এই প্রথম সম্পূর্ণ কংক্রিটের তৈরি পুজো মণ্ডপ দেখতে চলেছে শহরবাসী। কোনও রকম বাঁশ, কাপড়ের ব্যবহার হবে না মণ্ডপ জুড়ে। সম্পূর্ণ মণ্ডপটি তৈরি করতে খরচ হচ্ছে আনুমানিক ৩০ লক্ষ টাকা। দর্শনার্থীদের জন্যে মণ্ডপের দ্বার উদ্‌ঘাটন হয়ে যাবে আগামী ৬ অক্টোবর।

WhatsApp Image 20

impac puja 2024