নিজস্ব সংবাদদাতা: এবার ফের ভিন্ন ভাবনা নিয়ে পুজোয় হাজির হয়েছে বেলগাছিয়া সাধারণ। এবারে তাদের থিম পালকি কথা। এবছর তারা ৭৬ বছরে পদার্পন করেছেন। এবছর তাদের পুজোর বাজেট- ২৫ লক্ষ টাকা। পুজো উদ্বোধন হবে তৃতীয়ায়। এই বছর তাদের পুজোর বাজেট ২৫ লক্ষ টাকা। পুজো উদ্বোধন হবে তৃতীয়ায়। তারিখ, সমগ্র ভাবনায় রয়েছেন সোমনাথ দলই মহাশয়।