‘কোহিনূর’কে ছুঁয়ে দেখতে চান? তাহলে এবার গন্তব্যে রাখুন এই পুজো মণ্ডপকে

আপনাকে পা রাখতে হবে উত্তর কলকাতার পুজো মণ্ডপ ‘বেলেঘাটা ৩৩ পল্লী’তে। 

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
1_or2nz3uH_jsmC01IFlV1qw

File Picture

নিজস্ব সংবাদদাতা: হিরে ভালোবাসে না এমন মানুষ বিরল। রাজারাজরা, মোগল বাদশাদের কাছে হিরে ছিল ক্ষমতা প্রদর্শন ও রাজৈশ্বর্যের প্রতীক। আর এবার দুর্গা পুজোয় সেই হীরের স্বাদ পেতে পারেন আপনি। এমনকি সেই হীরে ছুঁয়েও দেখতে পারেন। কীভাবে? তার জন্যে আপনাকে পা রাখতে হবে উত্তর কলকাতার পুজো মণ্ডপ ‘বেলেঘাটা ৩৩ পল্লী’তে। 

এবছর তাঁদের পুজো থিম ‘কোহিনূর – অতীতের দিকে যাত্রা’। এবছর তাঁদের পুজো ২৪ তম বর্ষে পদার্পণ করল। তাই তাঁদের থিমে থাকছে কোহিনূরের চমক। তবে শুধু কোহিনূর না, থাকছে তাঁকে ঘিরে তৈরি হওয়া এক বিরাট ইতিহাস। প্রায় ৮০০ বছর ধরে এই কোহিনূর হিরেকে কেন্দ্র করে কত শত রক্তক্ষয়, কত গুপ্ত হত্যা, কত যুদ্ধ, কত লুঠ হয়েছে তার ইয়ত্তা নেই। মানুষের লোভ লালসার কেন্দ্রস্থল হয়ে উঠেছে ওই এক টুকরো কোহিনূর হিরে। 

durgapuja-beleghata-33-palli-1-27.09-696x392

কথির আছে, কাকাতিয়া সাম্রাজ্যের এক হিন্দু দেবীর মন্দিরে দেবীমূর্তির ত্রিনয়ন থেকে এই হিরে প্রথমবার চুরি করেন আলাউদ্দিন খিলজি। তারপর ইতিহাসের পাতা উল্টেছে, আর কোহিনূরের হাত বদল হয়েছে। বর্তমানে কোহিনূর রয়েছে লন্ডনে। তা ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে ভারত। আর সেই সবের মাঝে বেলেঘাটা ৩৩ পল্লীতে কোহিনূরের মধ্যেই স্থাপিত হচ্ছেন মা দুর্গা। সম্পূর্ণ মণ্ডপ সজ্জায় খরচ হচ্ছে ৩০ লক্ষ টাকা। আর মণ্ডপের মূল আকর্ষণ থাকছে কোরিয়ান পাথরের তৈরি মা দুর্গার মূর্তিতে। দর্শনার্থীদের জন্যে এই মণ্ডপের দরজা খুলে দেওয়া হচ্ছে দ্বিতীয়া থেকেই। 

durgapuja-beleghata-33-palli-2-27.09-1024x576

impac puja 2024