নিজস্ব প্রতিবেদন : হাবড়ার বাণীপুরের শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার ফেলে দেওয়া সামগ্রী ব্যবহার করে তৈরি করেছেন ১৫০ কুইন্টাল ওজনের একটি অভিনব দুর্গা প্রতিমা। সাইকেলের চেন, রান্নার গ্যাসের বার্নার, তালা, এবং ঠাণ্ডা পানীয়ের বোতলের ছিপি সহ বিভিন্ন অপ্রচলিত জিনিস দিয়ে গড়া এই প্রতিমাটি স্থানীয় এভারগ্রিন ক্লাবে পূজিত হবে।
প্রতিমার মুখমণ্ডল তৈরির জন্য ব্যবহার করা হয়েছে নানা ধাতু, বিশেষ করে অষ্টধাতু, যা দেবী দুর্গা, লক্ষী, গণেশ, কার্তিক ও সরস্বতীর মুখমণ্ডল তৈরি করতে ব্যবহৃত হয়েছে। প্রতিটি দেবতার মুখমণ্ডল প্রস্তুত করতে উত্তরপ্রদেশের বিশেষ ছাঁচ ব্যবহার করা হয়েছে। শিল্পী ইন্দ্রজিৎ জানিয়েছেন, "আমি বিভিন্ন কুসংস্কার দূর করার লক্ষ্যে অষ্টধাতু নিয়ে কাজ করছি।" প্রতিবছর নতুন নতুন চমক দিয়ে দর্শকদের আকর্ষণ করেন তিনি; এর আগেও হিরে, সোনা ও রূপোর প্রতিমা তৈরি করেছেন।
এবারের পুজোতে দেবীকে সোনা ও রুপোর অলঙ্কার পরানো হবে, এজন্য শিল্পী পুলিশি নিরাপত্তার আবেদন করেছেন। উল্লেখ্য, পুজোর থিম "স্পন্দন" - জল ও গাছপালা অপচয় বন্ধ করার উদ্দেশ্যে পরিকল্পনা করা হয়েছে। এবারের প্রতিমা এতটাই ভারি যে, তা গাড়িতে তুলতে ক্রেন ভাড়া করতে হবে। শিল্পী ইন্দ্রজিত রাতদিন পরিশ্রম করছেন, কারণ সময় খুবই কম। ব্যারাকপুরের এভারগ্রিন ক্লাবের এবারের পুজো বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে।